রাজশাহী জেলার ম্যাচ সেরা স্যামুয়েল হাসান।
অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে ধরেশ্বরী জোনের গ্রুপ সেরা হয়েছে রাজবাড়ী। ঢাকা জেলাকে ২-১ গোলে হারিয়েছে তারা। ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। হারলেও ঢাকার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। রাজবাড়ী স্টেডিয়ামে ফরিদপুর ও শরীয়তপুরের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
মঙ্গলবার রাজাবাড়ী-ঢাকা ম্যাচে শুরুতে লিড পেয়েছিল ঢাকা জেলা। ১৩ মিনিটে শিশির রাজবংশী ঢাকাকে এগিয়ে নেন। ২১ মিনিটে রাজবাড়ী সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধের শুরুতে রাজবাড়ীর হয়ে জয়সূচক গোলটি করেন আরাফাত সিকদার।
এ গ্রুপের অন্য ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে ফরিদপুর ও শরীয়তপুরে কেউই সেই ম্যাচে জয় পায়নি। তাই দু-দলকেই বিদায় নিতে হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
