শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপহরণ করে ৯ জেলেকে ফেরত দেয়নি আরাকান আর্মি, উদ্বেগ উৎকণ্ঠা পরিবারের

টেকনাফ উপজেলা প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

আরাকান আর্মির হাতে আটককৃত জেলেরা। ছবি: সমতল মাতৃভূমি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর থেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। এতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা বন্দী থাকায় জেলেদের ঘরে চলছে আর্তনাদ ও আহাজারি। আটককৃত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

আটককৃতরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহীম (২১)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জেলে আহমদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি টেকনাফের ৯ জেলেকে ধরে নিয়ে যায়। যার কারণে তাদের পরিবারে মানুষগুলোকে ফিরে পেতে আর্তনাদ ও আহাজারিতে দিন কাটছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া দেয় এবং তাদের মধ্যে দুই বোটসহ ৯ জনকে আটক করে। আটককৃতর জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা। তবে সাগরে মাছ ধরার সময় অনেক ক্ষেত্রে কোনটি মিয়ানমারের জলসীমা আর কোনটি বাংলাদেশের জলসীমা- তা না জেনে জেলেরা অনেক সময় মিয়ানমারের জলসীমায় চলে যাওয়ায় তারা আটক হয় বলে মন্তব্য করেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সাগর থেকে ৯ জন জেলেকে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ঘটনাটি যথাযথভাবে তদারকি করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।