বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগ ভ্যালু চেইন এক্সপোতে বক্তাদের অভিমত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভ্যালু চেইন এক্সপো–২০২৫

দেশের মোট জিডিপির প্রায় ২৫ শতাংশ ক্ষুদ্র উদ্যোগ থেকে আসে। এ খাতই দেশের ৫৬ শতাংশ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। এ তথ্য তুলে ধরে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও বাজার সংযোগ নিশ্চিত করা গেলে ক্ষুদ্র উদ্যোগই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হতে পারে।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ), পিকেএসএফ ও ইএসডিও’র যৌথ আয়োজনে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত ‘ভ্যালু চেইন এক্সপো–২০২৫’-এ বক্তারা এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব পরিমল সরকার বলেন, উৎপাদিত পণ্যের মান, বিপণন ও বাজারজাতকরণে ঘাটতির কারণে অনেক উদ্যোক্তা টিকে থাকতে পারে না। সম্ভাবনাময় এই খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে পারলে ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইফাদ-এর কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালানটাইন আচানচো বলেন,‘ইফাদ বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে। আজকের মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা শুধু উদ্যোগ নয় নিজেদের স্বপ্ন নিয়েও এগোচ্ছেন। ভ্যালু চেইন কার্যক্রমে যুক্ত পরিবারগুলো নিরাপদ ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে জীবনমান উন্নত করছে। তাদের উন্নয়নকে আরও এগিয়ে নিতে ইফাদ বাংলাদেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।’

পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক তানভির সুলতানা বলেন, ক্ষুদ্র উদ্যোগের বিকাশ ও সম্ভাবনাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে পিকেএসএফ সক্রিয় ভূমিকা পালন করছে। আরএমটিপি প্রকল্পের সমন্বয়কারী মো. হাবিবুর রহমান জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও স্থান করে নিচ্ছে। ইফাদের প্রাইভেট সেক্টর ইউনিটের বিশেষজ্ঞ লরনা গ্রেস বলেন, সরকারি-বেসরকারি অংশীজনের অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি অংশীজনের অংশগ্রহণ এবং বেসরকারি খাতের সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্পর্ক উন্নয়নই ভ্যালু চেইন কার্যক্রমকে আরও বেগবান ও টেকসই করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি বলেন, ইএসডিও তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে যাতে এসব উদ্যোগ একদিন বড় উদ্যোগে পরিণত হতে পারে।

আরএমটিপি প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ ও মানসম্মত পণ্যের প্রচারণায় ঠাকুরগাঁওয়ের ইকোপাঠশালা মাঠে আয়োজিত ‘ভ্যালু চেইন এক্সপো-২০২৫’-এ ৩৬টি স্টলে প্রদর্শিত হচ্ছে তাদের বৈচিত্র্যময় পণ্যসমূহ, যা স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরেছে। সংবাদ বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।