সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই-বোনের বিরুদ্ধে এক দিনে আটটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতি করে ৫৬ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে মামলাগুলো করা হয়। গ্রামের সাধারণ লোককে ব্যবসায়ী সাজিয়ে আসামিদের মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণ নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। আজ সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাগুলো নথিভুক্ত হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ বলেন, প্রাথমিক তদন্ত শেষে দুদক প্রধান কার্যালয়ের কর্মকর্তারা পৃথকভাবে মামলাগুলো করেছেন। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
আট মামলার প্রতিটিতে জাবেদের ছোট ভাই ও ইউসিবি ব্যাংকের তৎকালীন পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং আরেক ভাই ও সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরীকে আসামি করা হয়েছে। এছাড়া তিনটি মামলায় জাবেদের বোন ও ব্যাংকের সাবেক পরিচালক রোকসানা জামান চৌধুরীকে আসামি করা হয়।
মামলার এজাহারে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সেলুন কর্মচারী রাজধন সুশীল, কৃষক মাঈন উদ্দিন, নাজিম উদ্দিন, জসিম উদ্দিন ও নুরুল ইসলাম, প্রবাসী সাইফ উদ্দিন, ফুটবল খেলোয়াড় দিদারুল আলম এবং অটোরিকশা চালক আমির হামজার নামে এসব ঋণ নেওয়া হয়। এরপর জাবেদ পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের নামে খোলা একই ব্যাংকের হিসাব নম্বরে সেই টাকা স্থানান্তর করে তুলে নেন। ২০২৩ সালে এই অনিয়ম ও জালিয়াতির সময় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমিমন্ত্রী ছিলেন।
