বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে বিক্ষোভ দমনে রেভল্যুশনারি গার্ডের ‘রেড লাইন’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ছবি: এএফপি

ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে রেভল্যুশনারি গার্ড বাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা নিরাপত্তা ইস্যুকে ‘রেড লাইন’ হিসেবে ঘোষণা করেছে। সেনাবাহিনী বলেছে, তারা রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষা করবে।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশের নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অর্জন রক্ষা করা কোনোভাবেই আপসের বিষয় নয়। সাম্প্রতিক পরিস্থিতির ধারাবাহিকতা ‘গ্রহণযোগ্য নয়’ বলেও উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে নতুন করে সতর্ক করেন। তবে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে।’

গত দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শুরুতে তীব্র মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য ‘দাঙ্গাকারীদের’ দায়ী করা হয়েছে। একই সঙ্গে শিরাজ, কোম ও হামেদান শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য প্রচার করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ২ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। পশ্চিম ইরানের এক বাসিন্দা ফোনে জানান, তার এলাকায় বিপ্লবী গার্ড মোতায়েন করা হয়েছে এবং গুলির শব্দ শোনা যাচ্ছে।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, ‘সন্ত্রাসী গোষ্ঠী’ গত কয়েক রাতে সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে। এতে কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

রেভল্যুশনারি গার্ডসের পাশাপাশি ইরানের সামরিক বাহিনী, যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরাসরি কমান্ডে পরিচালিত হয়, ঘোষণা করেছে যে, তারা জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং জনগণের সম্পদ রক্ষা করবে। সূত্র: জিও টিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।