বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরবঙ্গের গর্ব আতিকুর রহমান সুজন: দুর্নীতিবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর থেকে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে

নাটোর প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

নাটোর জেলার গর্ব, উত্তরবঙ্গের সাহসী সন্তান, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মোঃ আতিকুর রহমান সুজন এবার স্থান পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে। সম্প্রতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্বপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে মোঃ আতিকুর রহমান সুজনকে জিয়া মঞ্চ রাজশাহী বিভাগের টিমে সংযুক্ত কেন্দ্রীয় কমিটির সদস্য পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে উত্তরবঙ্গের তরুণ সমাজের মধ্যে বইছে আনন্দের জোয়ার। তরুণ প্রজন্মের নেতা সুজন দীর্ঘদিন ধরে নাটোরের রাজপথে নিরলসভাবে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর দুঃসাহসিক পদক্ষেপ ও নির্ভীক নেতৃত্বের কারণে নাটোরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অসামাজিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে এলাকাবাসীর দাবি।

স্থানীয়রা জানান, “আতিকুর রহমান সুজন কোনোদিন পদ পাওয়ার আশায় রাজনীতি করেননি। তিনি মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে ছিলেন, আছেন এবং থাকবেন। এমন একজন ত্যাগী, সংগ্রামী নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় আমরা কৃতজ্ঞ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।আলহামদুলিল্লাহ।”

বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের সন্তান সুজন ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শে বিশ্বাসী। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর সাহসিকতা ও উপস্থিতি ইতিমধ্যেই তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আতিকুর রহমান সুজন হলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আবুল কাশেমের বিশ্বস্ত হাতিয়ার। দলের প্রতি নিবেদন, শৃঙ্খলা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবেও তিনি জেলা বিএনপি নেতৃবৃন্দের নিকট পরিচিত।

জানা গেছে, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ উদ্দিন ইকবাল এর নির্দেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির রাজশাহী বিভাগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই পদোন্নতি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “সিংহপুরুষ আতিকুর রহমান সুজনের মতো সাহসী ও নীতিবান তরুণ নেতাদেরই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাঁর মতো নেতৃত্বই জিয়া মঞ্চ ও বিএনপির তরুণ নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

আতিকুর রহমান সুজন দায়িত্বপ্রাপ্তির পর বলেন, “এই পদ আমার ব্যক্তিগত গৌরব নয়, এটি নাটোরবাসীর ভালোবাসার প্রতিফলন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমি সর্বদা রাজপথে থাকব ইনশাআল্লাহ।”

স্থানীয় বিএনপি ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা জানান, সুজনের এই অর্জন নাটোরের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তাঁর বলিষ্ঠ কণ্ঠ ও দৃঢ় অবস্থান আগামী দিনে তরুণ সমাজকে আরও সাহসী ও দেশপ্রেমিক হতে অনুপ্রাণিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।