নিহত কৃষক শফিকুল ইসলাম (৫৫)। ছবি: সংগৃহীত
মনিরামপুরে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বাড়িতে লাশ হয়ে ফিরলেন শফিকুল ইসলাম (৫৫) নামের এক কৃষক। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ক্ষেতের পাশের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শফিকুলকে হত্যা করা হয়েছে।
মৃত শফিকুল ইসলাম উপজেলার ইছালী গ্রামের মৃত কিতা উদ্দীন মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, মাঠে শফিকুলের একটি বৈদ্যুতিক সেচ যন্ত্র আছে। বোরো মৌসুমের শুরু থেকেই তিনি প্রায় প্রতিদিন রাত ৩টার দিকে সেচ পাম্প চালাতে মাঠে যান এবং ফজরের নামাজ পড়তে বাড়িতে ফেরেন। কিন্তু এদিন আর বাড়িতে ফেরেননি। এ সময় কয়েকজন কৃষক শফিকুলের লাশ পাশের বাগানে একটি কাঁঠাল গাছে ঝুলতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের ছেলে রিফাত ইফতেখার জানান, একই গ্রামের গনি মোড়ল গং-এর সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সম্প্রতি তার বাবা-মাকে মারধর করে আহত করে। এ নিয়ে মামলা হলে- তা প্রত্যাহারে চাপ দেওয়া হয়। প্রতিদিনের মতো তার মাকে বলে বাবা সেচযন্ত্র চালু করতে মাঠে যান। ফিরে এসে জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা ছিল। ভোরে খবর পান গাছে তার বাবার লাশ ঝুলছে।
মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
