বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত ভারতীয়দের সড়ক নির্মাণে বাধা বিজিবির, সামগ্রী সরিয়ে নিল বিএসএফ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয়দের সড়ক নির্মাণে বাধা দেয় বিজিবি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয়দের সড়ক নির্মাণ কাজে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বাধায় নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় সড়কটি কোথাও কোথাও নোম্যান্সল্যান্ডের ৫০ থেকে ৬০ গজ ভেতরে ঢুকে গেছে। বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে সড়কের কাজ চলছিল। দুই-তিন দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাধা দিয়ে এলেও বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। শেষ পর্যন্ত পতাকা বৈঠক হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের আজ বিকেলে বলেন, সড়ক নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বিএসএফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।