বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে লোকাল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলায় রাজারহাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সরেজমিনে ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-টগরাইহাট রেল স্টেশনের মাঝখানে দিনোবাজার এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানান, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসার পথিমধ্যে দিনোবাজার এলাকা ত্যাগ করলে এক কিশোরের ছিন্নভিন্ন লাশ পথচারীরা দেখতে পায়। পথচারীদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে লাশ শনাক্ত করেন।

ট্রেনে কাটা পড়া কিশোরটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের আষাঢু গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মোনায়েম খাঁর ছেলে মোঃ মাসুদ মিয়া(১৭) বলে জানা যায়। কিন্তু মাসুদ মিয়া কি কারণে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।

তবে রাজারহাট থানা পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেন টিকটক করতে গিয়ে ট্রেনের নীচে পড়তে পারেন। আবার অনেকে মনে করেন, সে ট্রেনের যাত্রী ছিল। দরজায় থাকার কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়তে পারে। তার মৃত্যুর কারণ কেউই সঠিকভাবে বলতে পারেননি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম লিংকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি জিআরপি পুলিশের কাজ তাই আমরা কাউনিয়া জিআরপি পুলিশকে খবর দিয়েছি। এ রিপোট রাত সাড়ে ৮টায় লেখা পর্যন্ত লাশ লাইনের উপর পড়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।