শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলার লালন শাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন পুলিশ পরিদর্শক মুজহার ও উপ পুলিশ পরিদর্শক কায়েম। নিহত দুজনই পাবনা জেলা পুলিশে কর্মরত ছিলেন।

ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান বলেন, মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন সেই দুইজন পুলিশ সদস্য। লালন শাহ ব্রিজ পার হওয়ার পর একটা কাভার্ড ভ্যান পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন পুলিশ সদস্য কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত একজন হলেন ইন্সপেক্টর মুজহার এবং অন্যজন এসআই কায়েম।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।