বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
সামনের দিনগুলো খুব ভালো দিন নয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।
আজ রোববার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘শহীদ ওসমান হাদি গণতন্ত্র বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি গণতন্ত্রর পক্ষে ছিলেন। আর পক্ষে ছিলেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। যদি শহীদ হাদির প্রতি, জুলাই শহীদদের ও যোদ্ধাদের প্রতি, একাত্তরের শহীদ ও যোদ্ধাদের প্রতি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে, দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা, দেশের জন্য কাজ করা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। লক্ষ্য ও উদ্দেশ্য সামনে একটাই—করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জিয়াউর রহমান যেমন একটি ধংস হয়ে যাওয়া দেশ গড়েছিলেন, দেশকে রপ্তানিমূখী দেশে পরিনত করেছিলেন। দেশে কৃষির উন্নতি, কৃষকের উন্নতি যায় বলেন, তা হয়েছিল শহীদ জিয়ার হাতে। বিদেশে ২ কোটি লোকের যে কর্মসংস্থান হয়েছে তাও জিয়ার মাধ্যমেই হয়েছিল। বিএনপি সেই জিয়ার দল, বিএনপির সবাই সেই জিয়ার সৈনিক, তারা দেশকে অবশ্যই গড়ে তুলবে।’ তিনি আরও বলেন, বিএনপির প্রধান লক্ষ্যই হবে মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও শান্তি নিশ্চিত করা। এগুলোকে প্রধান্য দিয়ে দেশকে গড়ে তোলা হবে। স্বৈরাচারের হাতে ধংস হওয়া রাষ্ট্রকে নতুনভাবে সাজানো। তরুণ ও নারী সমাজ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।
