শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৭, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া এলাকা থেকে মো. পারভেজ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত পারভেজ খিলগাঁও থানার ৪ নম্বর পশ্চিম নন্দীপাড়ার বাসিন্দা মো. খাইরুদ্দিনের ছেলে। তিনি একটি টিস্যু কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের দাবি- পারভেজ কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পাশাপাশি তিনি মানসিকভাবেও কিছুটা অস্থিরতায় ভুগছিলেন এবং খিটখিটে আচরণ করছিলেন।

মৃতের ফুফাতো ভাই মো. জাকারিয়া জানান, ঘটনার রাতে পারভেজ তার মাকে বলেন—তিনি ঘুমাতে যাচ্ছেন এবং তাকে যেন কেউ বিরক্ত না করে। এরপর তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা দেখতে পান, পারভেজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

তিনি আরও জানান, পরে পারভেজকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনা খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।