বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে মাওঃ মাহমুদুল হাসান সালমান (রাঃ)হুজুরের দাফন সম্পন্ন 

মকবুল হোসেন
নভেম্বর ১৫, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও দুগাছিয়া জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম, কান্দিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, গফরগাঁও ওলামা সমিতির সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন,হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী (রাঃ)এর জানাজা নামাজ আজ ১৫ই নভেম্বর শনিবার সকালে দুগাছিয়া জামিয়া হোসেনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

গতকাল ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় দীর্ঘদিন যাবত ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতাল (পিজিহাসপাতাল)চিকিৎসাধীন থাকার পর নিজ বাড়িতে আশার পথে পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমের মৃত্যুতে গফরগাঁওয়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান, আলেম ওলামাগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেত্রীবর্গ, ভক্ত আশেকানসহ প্রাক্তন ছাত্র ও অধ্যায়্নরত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্রগণ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।