বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুজরাটের মন্ত্রীসভায় জাদেজার স্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

গুজরাটের নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। শুক্রবার (১৭ অক্টোবর) জুনিয়র মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই বিধায়ক।

জানা গেছে, ৫০ হাজার ভোটের ব্যবধানে জামনগর উত্তরের বিধায়ক নির্বাচিত হন রিভাবা। বিধায়ক হয়ে বারবার সমালোচনার মুখে পড়লেও রাজনীতি ও বৈবাহিক জীবনের চড়াই-উতরাই পেরিয়ে এবার মন্ত্রী হলেন তিনি।২০২২ সালে প্রথমবার নির্বাচনের ময়দানে পা রেখেছিলেন রিভাবা। দীর্ঘদিন কংগ্রেসপন্থি জাদেজা পরিবারের সদস্য থাকার পর বিজেপিতে যোগদানের কারণে অনেক সমালোচনা সইতে হয়েছে রিভাবাকে। তবে ইভিএমে সমস্ত অভিযোগের জবাব দিয়েছিলেন তিনি।

প্রথম জীবনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন রিভাবা। চাকরির পরিবর্তে সমাজসেবায় নিজেকে উজাড় করেছেন, বিশেষত মহিলাদের ক্ষমতায়ন এবং নারীদের উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন। এবার গুজরাটের মন্ত্রী হিসাবেও এই সেবামূলক কাজ চালিয়ে যাবেন, এমনটাই আশা জামনগরবাসীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।