বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা চট্টগ্রামে সহকারী রাজস্ব কর্মকর্তা ও সহযোগী কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ মামলায় ঘুসের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) রাজীব রায় ও তার সহযোগী দালাল মাইনুদ্দীনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে বুধবার তাদের সোপর্দ করা হয়। আসামিদের মধ্যে মাইনুদ্দীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, পণ্য ছাড় করাতে ঘুস নেওয়ার মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে মাইনুদ্দীন নামে এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি দল কাস্টমস হাউজে ছদ্মবেশে অভিযান চালিয়ে ঘুসের ৩০ হাজার টাকাসহ রাজীব রায় ও মাইনুদ্দীনকে গ্রেফতার করে। পরে তাদের বন্দর থানায় হস্তান্তর করেছিল দুদক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।