রায়পুরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের অফিসগুলো এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এ অভিযোগের সত্যতা স্বীকার করে বুধবার সন্ধ্যায় এক তহশিলদারসহ তিনজনের বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয় থেকে তদন্ত চলছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।
নামজারি (জমাখারিজ), খাজনা আদায় কিংবা নাম সংশোধনের মতো সাধারণ সরকারি সেবার জন্য ঘুস না দিলে কাজ হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভূমি অফিসের কিছু কর্মচারী ও দালালের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট নিয়মিতভাবে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে।
অভিযোগ রয়েছে, সহকারী কমিশনারের (ভূমি) নামে অফিস সহায়ক, অফিস সহকারী, হিসাবরক্ষক, নাজির ও দালালের মাধ্যমে ঘুসের টাকা নেওয়া হচ্ছে। দালালের মাধ্যমে টাকা না দিলে ফাইল মাসের পর মাস ঝুলে থাকছে। অনলাইনে আবেদন করার পর ইউনিয়ন ভূমি অফিস থেকে খসড়া খতিয়ানের প্রস্তাব নিতে ঘুস, প্রত্যয়নে ঘুস, নাজিরের টেবিলে ঘুস-সব ধাপেই বাড়তি টাকা দিতে হয় বলে অভিযোগ। সরকার নির্ধারিত খরচ মাত্র এক হাজার ১৭০ টাকা হলেও আদায় করা হচ্ছে ৬-৮ হাজার টাকা। কিছু ক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।অভিযোগ রয়েছে, সহকারী কমিশনারের (ভূমি) নামে অফিস সহায়ক, অফিস সহকারী, হিসাবরক্ষক, নাজির ও দালালের মাধ্যমে ঘুসের টাকা নেওয়া হচ্ছে। দালালের মাধ্যমে টাকা না দিলে ফাইল মাসের পর মাস ঝুলে থাকছে। অনলাইনে আবেদন করার পর ইউনিয়ন ভূমি অফিস থেকে খসড়া খতিয়ানের প্রস্তাব নিতে ঘুস, প্রত্যয়নে ঘুস, নাজিরের টেবিলে ঘুস-সব ধাপেই বাড়তি টাকা দিতে হয় বলে অভিযোগ। সরকার নির্ধারিত খরচ মাত্র এক হাজার ১৭০ টাকা হলেও আদায় করা হচ্ছে ৬-৮ হাজার টাকা। কিছু ক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
এক ইউনিয়নের তহশিল অফিসে ঘুস লেনদেনের সময় একটি ভিডিওচিত্রে দেখা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের এক বাসিন্দার কাছে নামজারির জন্য অফিস সহায়ক মনির হোসেন তিন হাজার ৬০০ টাকা দাবি করেন। পরে সরকারি খরচসহ চার হাজার ৭০০ টাকা দিতে হয়েছে তাকে।
বামনী ইউনিয়নের বাসিন্দা আউয়াল মিয়া জানান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের হিসাবরক্ষক জাহাঙ্গীর আলম তিন হাজার ৭০০ টাকা নিয়েও কাজ করে দেননি এবং টাকা ফেরতও দেননি। দক্ষিণ চর আবাবিল, উত্তর চরবংশী ও বামনী ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী ঘুস লেনদেনের একই অভিযোগ করেন। উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ভূমি অফিসের তহশিলদার আব্দুস সত্তারসহ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ঘুস বাণিজ্যেরও অভিযোগ উঠেছে। নামজারি, খাজনা ও নালিশি ভূমি মামলার সরেজমিন তদন্তে মোটা অংকের ঘুস দাবি করেন তহশিলদার। তার নেতৃত্বে দালাল জুয়েল, রশিদ, রাকিব, মনির মৃধা প্রকাশ্যে ভূমি অফিস নিয়ন্ত্রণ করছেন।
