ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে তর্ক-বিতর্কে তাকওয়া পরিবহণের বাস থেকে এক যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে । সোমবার রাতে উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
নিহত যুবক কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দশদ্রোন এলাকার মৃত সোবহান শেখের ছেলে ইলিয়াস হায়দার শেখ (৩৬)। তিনি গাজীপুর চৌরাস্তা থেকে উপজেলার চন্দ্রায় আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন।
ওই ঘটনায় অভিযুক্তদের আটক করে পুলিশ।আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার গোপালপুর এলাকার মাহমুদ আলীর ছেলে মিলন মিয়া (২৮) ও রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কাদেরগঞ্জ উপজেলার রুবেল হোসেনের ছেলে তুফান মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই যুবক চৌরাস্তা থেকে রাত সাড়ে ১০টার দিকে তাকওয়া পরিবহণে চন্দ্রা এলাকায় আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসের হেলপার নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি ভাড়া দাবি করেন। এ নিয়ে যুবকের সঙ্গে হেলপার তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় বাসচালক ও হেলপারের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই যুবককে বাস থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান চালক ও হেলপার।
