বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চোর সন্দেহে ধাওয়া দেওয়ায় পানিতে ঝাঁপ: অবশেষে মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

হাটচকগৌরি বাজারের পাশের জলাশয় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খারিতে লাফ দিয়ে পানিতে ডুবে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার চকগৌরি বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিঠুন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে হাট চকগৌরি বাজার থেকে চোর সন্দেহে কিছু যুবক মিঠুনকে ধাওয়া করে। এসময় মিঠুন সরকার দৌঁড়ে হাটচকগৌরি বাজারের পাশে এক খারিতে ঝাঁপ দেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।