বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জকসু নির্বাচন: সাংবাদিককে কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে একাধিক ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পোলিং এজেন্টদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগসহ কয়েকটি ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ছাত্রদলের পোলিং এজেন্টরা ভোটগ্রহণ চলাকালীন শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ভোট চাইছিলেন। এ সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক কামারুজ্জামান কায়েস বলেন, ‘কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের অনুমতি আছে, এ তথ্য জানার পর ভোটগ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রিজাইডিং অফিসারের বক্তব্য নিতে গেলে ছাত্রদলের পোলিং এজেন্টরা আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।