সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারে গেন্ডারিয়ায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের মাতম 

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম আকাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার স্থায়ী নিবাস ফরিদপুর জেলায়।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে গেন্ডারিয়া থানা এলাকায় নিজ বাসস্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকাশকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে গেন্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, আমরা রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে আকাশকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

বিশ্ববিদ্যালয় ও সহপাঠীদের মাঝে শোক- আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। নাট্যকলা বিভাগের সহপাঠীরা আকাশকে একজন মেধাবী ও সংস্কৃতিমনা তরুণ হিসেবে স্মরণ করছেন। ১০ম ব্যাচের এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। আকাশের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।