বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে গুলির ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র দপ্তর

সমতল মাতৃভূমি ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিউ সোয়ে মো- সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আজ রোববার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়।

আজ মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রদূতকে তলব করে বলা হয়েছে, বাংলাদেশের দিকে বিনা উসকানিতে গুলি ছোড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের অন্তরায়। ভবিষ্যতে এ ধরনের গুলিবর্ষণ বন্ধে মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জানিয়েছে, মিয়ানমার সরকার এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তা যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে।

মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন এবং আহত কিশোরী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।