শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক্টরের চাপায় শিশুসহ অটোভ্যানের দুই যাত্রী নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী আনারুল ইসলাম এবং শিশু মো. আবু সাঈদ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টায় কবিরাজহাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুলতানা বেগম (৬০) এবং মো. আব্দুস সালাম (৫৫) নামে অপর দুই যাত্রী।নিহত আনারুল ইসলাম (৬০) বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে এবং মো. আবু সাঈদ (৬) শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে।

আহত সুলতানা পারভীন ভোগনগর ইউনিয়নের ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী এবং মো. আব্দুস সালাম একই গ্রামে মো. আলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানে ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারে আসছিলেন বেশ কয়েকজন যাত্রী। সন্ধ্যা ৭টায় কবিরাজহাট বাজারের কাছে বিপরীতগামী একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা মো. আনারুল ইসলাম নিহত হন। এ সময় গুরুতর আহত হন ভ্যানের যাত্রী সুলতানা বেগম, শিশু মো. আবু সাঈদ এবং মো. আব্দুস সালাম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মো. আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথেই শিশু মো. আবু সাঈদ মারা যায়। অপর আহত মো. আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।