রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৪৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫ টি বাস, ১ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৭১ টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ সহ মোট ৩৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২ টি বাস, ৯ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৭৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০ টি বাস, ১ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ১২৫ টি মোটরসাইকেলসহ মোট ২২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৮ টি বাস, ৩ টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ২৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ২৪০ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৭ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ১৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৮৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩ টি গাড়ি ডাম্পিং ও ১০৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
