শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডুবোচরে ধাক্কা পশ্চিমবঙ্গের নদীতে ডুবল বাংলাদেশি কার্গো জাহাজ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের কাছে ফ্লাই অ্যাশ বোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ ডুবে গেছে। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের কাছে কচুবেড়িয়া ও লট নম্বর ৮-এর মধ্যবর্তী মুড়িগঙ্গা নদীতে ফ্লাই অ্যাশ বোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ ডুবে গেছে। ডুবোচরে ধাক্কা লেগে আজ বৃহস্পতিবার সকালে ‘এমভি তামজিদ নাসির’ নামে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজটিতে ১২ জন নাবিক ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মাপের ওই কার্গো জাহাজটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে ফিরছিল। গতকাল সকালে মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় ভাটার টানে জেগে ওঠা একটি চরে সজোরে ধাক্কা খায় জাহাজটি। এতে নিচের অংশ ফেটে হু হু করে পানি ঢুকতে শুরু করলে ভারসাম্য হারিয়ে জাহাজটি কাত হয়ে নদীতে ডুবতে শুরু করে। এ সময় নাবিকরা চিৎকার করলে নদীতে থাকা অন্যান্য ট্রলার তাদের উদ্ধারে এগিয়ে আসে। পরে ১২ জন নাবিককেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বর্তমানে জাহাজটি পুরোপুরি না ডুবলেও সেটির বেশির ভাগ অংশই বর্তমানে পানির নিচে চলে গেছে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ বা ছাই নদীতে মিশে নদীর বাস্তুতন্ত্র বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।এদিকে দুর্ঘটনার খবর পেয়েই জেলার পুলিশ এবং সেচ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। মুড়িগঙ্গা নদীতে অন্যান্য জাহাজ চলাচলের পথে এই দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কলকাতা পোর্ট ট্রাস্টকেও বিষয়টি জানানো হয়েছে। জাহাজটি উদ্ধারের জন্য এর মালিককেও জানানোর পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।