রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে এক ঘণ্টার বেশি যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গেও শিক্ষার্থীদের ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। এসময় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এ অবস্থা চলে। সংঘর্ষকালে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে এবং ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর সোয়া একটার দিকে যান চলাচল শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে কী নিয়ে বিরোধ তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাসের শেল ছোড়ে। এসময় পুলিশের দুই সদস্য আহত হন। দেড় ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
