মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

বিনোদন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এরপর কোনো নতুন কাজ মুক্তি পায়নি, এমনকি ওটিটিতেও দীর্ঘদিনের জন্য অনুপস্থিত ছিলেন তিনি। তবে এবার বড় চমকসহ তিনি ফিরে আসার ঘোষণা দিয়েছেন।মিম ২০২৬ সালকে নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে ঘোষণা করেছেন।

সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, আগামী বছর দর্শকরা আবারও সিনেমা হলে তাকে দেখতে পাবেন।

মিম জানিয়েছেন, ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত প্রকাশ করতে চাচ্ছেন না তিনি। এই দুটি কাজ ছাড়াও আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট হাতে রয়েছে মিমের।

মিম আরও জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে বড় পর্দা এবং ওটিটিতে কাজ করবেন। গত দুই বছরে কোনো কাজ মুক্তি না পেলেও তিনি ভালো গল্পের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষা শিগগিরই শেষ হতে যাচ্ছে। আগামী মাসেই তার নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বিরতির আগে মিমের সময়ও ছিল দারুণ। ২০২২ সালে রায়হান রাফীর ‘পরান’ দিয়ে ঈদুল আজহায় আলোচনায় এসেছিলেন তিনি। একই বছরে নির্মাতার আরেকটি ছবি ‘দামাল’ দিয়েও প্রশংসিত হয় তার অভিনয়। পরের বছর মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানী সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’।

সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর মিম নতুন চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।