শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে প্রথম ২৪ ঘণ্টার জরুরি ডেন্টাল সেবা পূর্ণাঙ্গ সুপার স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে প্রথমবারের মতো দাঁত ও মুখগহ্বরের চিকিৎসায় ২৪ ঘণ্টার জরুরি বিভাগসহ পূর্ণাঙ্গ সুপার স্পেশালাইজড হাসপাতাল যাত্রা শুরু করেছে। ‘এডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল (এডিএম) হাসপাতাল’ নামের এ প্রতিষ্ঠানটির অবস্থান রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়িতে।

এই হাসপাতালে দুর্ঘটনা, হঠাৎ জটিলতা কিংবা জীবন ঝুঁকিপূর্ণ ‘ডেন্টাল’ ও ‘ম্যাক্সিলোফেসিয়াল’ সমস্যায় রোগীরা তাৎক্ষণিক ও মানসম্মত চিকিৎসা পাবেন। ডেন্টিস্ট্রির সব বিভাগের আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি নির্ভুল রোগ নির্ণয়, জটিল অস্ত্রোপচার ও নিয়মিত ফলোআপ চিকিৎসার ব্যবস্থা থাকছে।

হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে মুখের ক্যান্সার, মুখমণ্ডলের ট্রমা, জন্মগত ত্রুটি এবং জটিল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি করা হবে। জরুরি বিভাগের পাশাপাশি হাসপাতালটিতে আন্তঃ ও বহির্বিভাগ, প্রয়োজনীয় সংখ্যক শয্যাসহ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধাও রাখা হয়েছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হাসপাতালটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার এবং বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শাহীনুল আলম বলেন, দাঁত ও মুখগহ্বরের চিকিৎসায় এ ধরনের হাই-টেক ডেন্টাল হাসপাতাল দেশের রোগীদের জন্য বড় আশীর্বাদ। তিনি ইনফেকশন (সংক্রমণ) নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানের স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

কবি আব্দুল হাই শিকদার বলেন, দাঁত মানুষের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। এক ছাদের নিচে দাঁতের সম্পূর্ণ চিকিৎসা সেবা নিয়ে আসায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের ডেন্টিস্ট্রি আন্তর্জাতিক পরিসরে নতুন পরিচিতি পাবে।

ঢাকায় রাশিয়ান দূতাবাসের পরিচালক খোবনয় আলেক্সজান্দ্রা আলেক্সান্দ্রাভোনা বলেন, এডিএম হাসপাতালের উন্নয়নে রাশিয়া ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। উন্নত চিকিৎসা প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং বাংলাদেশি চিকিৎসকদের জন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানের আরও বক্তব্য দেন এডিএম হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।