নওগাঁ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল ২৭ নভেম্বর বৃহস্পতিবার গভির রাতে উপজেলার পৌর সদরে একটি মদের ভাটিতে (আড্ডায়)এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্র জানা গেছে, ধামইরহাট পৌর এলাকার আমাইতাড়া বাজারস্থ শিকদার মার্কেটের একটি ঘরে বিদেশী মদ সেবনের আড্ডা চলছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস.আই আমিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।এ সময় ৩ বোতল বিদেশী মদ (ব্লেন্ডার্স প্রাইড ও মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার হুইসকি) সহ ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাইতাড়া গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৯), বিহারীনগর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে মাজেদুর রহমান (৪২),কাজল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩২) ও শ্রমিক সংগঠনের নেতা উত্তর চকযদু গ্রামের মৃত জাহিদুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫) কে আটক করে। ২৮ নভেম্বর ধামইরহাট থানায় ডিবি’র এস/আই আমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ- ২৮/১১/২৫ইং।
এসব বিষয় জানতে ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জেনেছি- যা অত্যন্ত লজ্জাজনক, আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জেলা বিএনপিকে অবগত করেছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন বলেন, ‘ আমি ঢাকায় অবস্থান করায় বিষয়টি এখনো জানতে পারিনি বা আমাকে কেউ অবগত করেনি, তবে ঘটনার সত্যতা নিশ্চিত হলে পৌর বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
