বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস 

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে ১ হাজার ২৪১ টাকা, যা আগের মাসের তুলনায় ২৯ টাকা কম।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হয়।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।

তার আগের মাস আগস্টে ৯১ টাকা কমিয়ে একই সিলিন্ডারের দাম নির্ধারণ হয়েছিল ১ হাজার ২৭৩ টাকা।

অন্যদিকে, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দামও সাম্প্রতিক মাসগুলোতে সমন্বয় করা হয়েছে। আগস্টে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়। এর আগে, জুলাইয়ে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬২ টাকা ৪৬ পয়সা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।