মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে যা বললেন কারিনা

বিনোদন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

খ্যাতনামা কাপুর পরিবারকে নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। এ মুহূর্তে তাদের চতুর্থ প্রজন্ম অভিনয়ের সঙ্গে জড়িত। তাদের মধ্যে অন্যতম নাম হলো— বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’। এ অনুষ্ঠানের প্রথম ঝলকেই জানা যায়, কাকিমা নীতু কাপুর নাকি বড্ড বকাবকি করেন কারিনা কাপুরকে।

রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’। কাপুর পরিবারকে নিয়ে নির্মিত এই তথ্যচিত্র মুক্তি পেয়েছে প্রথম সারির ওটিটি মঞ্চে। যেখানে মূলত কাপুর পরিবারের লোকজনদের খাবারের প্রতি ভালোবাসার কথা উঠে এসেছে। খাবার টেবিলে সপরিবারে বসে তাদের পরিবারের নানা স্মৃতি রোমন্থন করতে দেখা গেছে সবাইকে।

তথ্যচিত্রে বর্তমান প্রজন্ম ছাড়াও রয়েছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর, রণবীরের পিসি রিমা কাপুর ও ঋতু নন্দা। এমনিতেই গোটা কাপুর পরিবার ভোজনরসিক। কারিনা নিজে বহুবার জানিয়েছেন, তিন-চার দিন অন্তর তার পরোটা চাই-ই চাই। এমনকি রণবীর কাপুর নাকি একসঙ্গে অনেকটা খাবার খেতে পারেন। যদিও নতুন সিনেমার কাজ থাকলে সেটি সম্ভব হয় না।

কারিনা এই তথ্যচিত্রে জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় একের পর এক খাবার খেয়ে যেতেন তিনি। সেই সময় ওজনও বেড়ে যায় তার অনেকটা। অভিনেত্রী বলেন, একদিন আমি ভাপা মাছ খাচ্ছি। তার সঙ্গে ছিল আরও অনেক ধরনের খাবার। আমাকে দেখামাত্র নীতু কাকিমা বকা দেন— একদম খাবে না। এত খাচ্ছ কেন? কাকিমার এমন শাসন যদিও কানে তোলেননি কারিনা কাপুর। তিনি বলেন, আমি এখন অন্তঃসত্ত্বা, তাই সব খেতেই পারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।