বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রীতিমতো ছেলেখেলা করল চট্টগ্রাম রয়্যালস। বোলারদের দাপটের পর দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৩ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়েই ৪৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মাহেদী-মিঠুনের দল।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঢাকার বোলারদের ওপর চড়াও হন চট্টগ্রামের দুই ওপেনার। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে থাকেন তারা। দুজনের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে মাত্র ১২.৪ ওভারেই খেলা শেষ করে দেয় চট্টগ্রাম।
নাঈম শেখ ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে আরও বেশি আক্রমণাত্মক ছিলেন ইংলিশ ব্যাটার রসিংটন। তিনি অপরাজিত থাকেন ৩৬ বলে ৬০ রান করে, যা সাজানো ছিল ৯টি চার ও ২ ছক্কায়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হয় তারা। টপ অর্ডারের ব্যর্থতার দিনে একপর্যায়ে ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে।
তবে শেষদিকে নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের প্রতিরোধে লজ্জা এড়ায় ঢাকা। নাসির ১৭ এবং সাইফউদ্দিনের ৩৩ রানের সুবাদে কোনোমতে তিন অঙ্কের কোটা পার করে তারা। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১২২ রানেই থামে ঢাকার ইনিংস। চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতেই পারেনি ঢাকার ব্যাটাররা।
