বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারীর অধিকার আদায়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন জামায়াতের মহিলা সমাবেশে, মোহাম্মদ উল্লাহ

কায়সার চট্টগ্রাম প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, নারীর অধিকার আদায়ে সৎ, সাহসী ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আদর্শই নারী সমাজকে প্রকৃত মর্যাদা ও সম্মান দিতে সক্ষম।

তিনি আজ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ মুজিবুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা জামায়াতে আমীর ও চট্টগ্রাম ১১ আসনের সদস্য সচিব এম এ গফুর, ওয়ার্ড জামায়াতে সেক্রেটারি হায়দার আলী, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান প্রমুখ।

তিনি বলেন, বর্তমান সমাজে নারীরা একদিকে যেমন শোষণের শিকার, অন্যদিকে তাদের নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন ইসলামী সমাজ ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন এবং আদর্শবান নেতৃত্বের উত্থান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, মহিলা সংগঠনের দায়িত্বশীলাবৃন্দ ও সাধারণ সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।