বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নার্স মহাসম্মেলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২১, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নার্সিং পেশার কতিপয় আওয়ামীপন্থি চক্র আগামী ২২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে নার্স মহাসম্মেলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ন্যাবের সভাপতি জাহানারা সিদ্দিকী লিখিত বক্তব্যে দাবি করেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকার নার্সিং অধিদপ্তর একীভূত করার চিন্তাভাবনা করলেও এ বিষয়ে এখনো কোনো আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে এরই মধ্যে নার্সদের কিছু নামধারী আওয়ামীপন্থি নার্স নেতা, ফ্যাসিস্ট সরকারের দোসরদের মদদে আগামী ২২ নভেম্বর প্রেস ক্লাবের সামনে নার্সদের মহাসম্মেলন ডেকেছে। এ চক্র গত বছরের অক্টোবরে সংস্কারের নামে একমাস রোগীদের কষ্ট দিয়ে রাস্তায় বিক্ষোভ-মিছিল করে জনগণের কাছে নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তথাকথিত আওয়ামীপন্থি নার্স নেতা আসাদুজ্জামান জুয়েল ও শরীফুল ইসলামগং বদলি, নিয়োগ, পদায়ন, পদোন্নতি এবং বিভিন্ন মামলা মোকাবিলা করার নামে সাধারণ নার্সদের কাছ থেকে বিভিন্ন ধাপে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে ও এখনো নিচ্ছে।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সকল পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়নের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে এসব পদে যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, গত বছরের অক্টোবরে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদসমূহে যোগ্য নার্সদের পদায়নের জন্য ১ দফা দাবিতে চক্রটি আন্দোলন করলেও বর্তমানে সেই দাবি বাদ দিয়ে প্রশাসন ক্যাডার সার্ভিস থেকে পদায়নপ্রাপ্ত মহাপরিচালককে বহাল রাখার চেষ্টায় তৎপর এবং স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই দ্বৈত নীতি ও বৈষম্যের পক্ষে নই।

বক্তব্যে আরও বলা হয়, আমাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সব পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়ন করা হোক। ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই নার্সিং শিক্ষা, প্রশাসন ও নার্সিং সেবা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন। কিন্তু ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডার থেকে মহাপরিচালক ও পরিচালক নিয়োগ হওয়ার পর থেকে নার্সরা বদলি, পদোন্নতি, নার্স নিয়োগ ও উচ্চ শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে অবর্ণনীয় হয়রানির শিকার হয়ে আসছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।