বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর টানা তিন হার, বড় জয়ে শীর্ষে রাজশাহী

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ম্যাচ জিতিয়ে ফেরার পথে ইয়াসির ও মুশফিক। ছবি: ইউসুফ আলী

বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্ট শুরুর আগেই ‘পথ হারিয়েছে’ ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল উদ্বোধনের আগের দিন রাগে-ক্ষোভে দলের অনুশীলন ত্যাগ করেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। তারা দলে ফিরলেও হার দিয়ে আসর শুরু করা দলটি কক্ষপথে ফিরতে পারেনি। শুরুর তিন ম্যাচেই হেরেছে।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ১৩ বল থাকতে নোয়াখালীকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ে তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে রাজশাহী।

অধিনায়ক সৈকত আলীকে বাদ দিয়ে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে নেতৃত্বভার দিয়ে মাঠে নামে নোয়াখালী। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে মাত্র ১২৪ রান তুলতে পারে তারা। নোয়াখালীর হয়ে ওপেনার মাজ সাদাকাত ২৫ রান করেন। মাহিদুল অঙ্কন ২৭ বলে ২২ রান যোগ করেন। অধিনায়ক হায়দার ২৮ বলে চারটি চারের শটে সর্বাধিক ৩৩ রান যোগ করেন।

একাদশে ঢুকে রাজশাহীর পেসার রিপন মন্ডল ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তানজিম সাকিব ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। বিনুরা ফার্নান্দো ও হুসেন তালাত নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে রাজশাহী প্রথম ওভারে পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানকে হারায়। জাতীয় দলের পেসার হাসান মাহমুদ দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করে দেন। দ্বিতীয় উইকেট জুটিতে তানজিদ তামিম ও অধিনায়ক নাজমুল শান্ত ৬৫ রান যোগ করে ম্যাচ সহজ করে ফেলেন।

প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া শান্ত ২০ বলে দুই চার ও এক ছক্কায় ২৪ রান করন। তানজিদ ২০ বলে চারটি চারের সঙ্গে এক ছক্কায় ২৯ রানের ইনিংস খেলেন। মুশফিকের ব্যাট থেকে ৩০ বলে হার না মানা ২৮ রান আসে। ইয়াসির রাব্বি ২৬ বলে অপরাজিত ২৩ রান যোগ করেন। নোয়াখালীর হাসান মাহমুদ ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।