বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা,নববধু গ্রেফতার 

শাহজাদপুর প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে নববধূর বিরুদ্ধে পরকীয়া প্রেমিকের সহায়তায় কৌশলে স্বামী আব্দুল করিমকে (২৫) গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এছাড়া অভিযুক্ত নববধূকে পুলিশ আটক করেছে।

মৃত আব্দুল করিম নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।

পুলিশ ও নিহত আব্দুল করিমের বাবা নবী মণ্ডল ও মামা ইদ্রিস আলী জানান, গত ১ মাস আগে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে অটোরিকশাচালক আব্দুল করিম পাবনার বেড়া উপজেলার চাকলা গ্রামের এক মেয়েকে (১৯) বিয়ে করেন। বিয়ের আগে থেকেই প্রতিবেশী সিএনজি চালক নূর আলম নাহিদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত সপ্তাহে নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান।

এ সময় প্রেমিক নাহিদ ওই তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এরপর তারা করিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে তরুণীকে গ্যাস ট্যাবলেট কিনে দেন প্রেমিক নাহিদ। সোমবার (২৭ অক্টোবর) রাতে বাড়ির সবাইকে কৃমির ট্যাবলেট খেতে দেয়। আর কৌশলে কৃমির ওষুধ বলে সবাই খেয়ে সুস্থ স্বামী আব্দুল করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এর কিছুক্ষণ পরেই পেটে জ্বালাপোড়া শুরু হলে করিম চিৎকার করতে থাকেন এবং বমি করতে থাকেন। এ সময় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের ওষুধ দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল, পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সব শেষে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে আব্দুল করিমের মৃত্যু হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার (২৯ অক্টোবর) সকালে নন্দলালপুর নিজ বাড়ি থেকে করিমের লাশ উদ্ধার করে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত নববধূকে পুলিশ হেফাজতে নেয়। তিনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, বুধবার সকালে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নবী মণ্ডল বাদী হয়ে নববধূ ও নূর আলম নাহিদকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।