শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বিষাক্ত চোলাইমদ্যপানে দুই যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনা শহরে গত বৃহস্পতিবার মধ্যরাতে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার (৩৫) এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন সমতল মাতৃভূমি’কে জানান, হাসপাতালের নথিপত্রে তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ আছে। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখী খাতুন জানান, এক যুবককে রাত ১২টায় এবং অন্যজনকে রাত ৩টার দিকে হাসপাতালে আনা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে স্বজনরা নিয়ে চলে যান। আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।

এদিকে দুই যুবকের পরিবার এ বিষয়ে মুখ খুলছে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীর মদের বার ‘চাকী বাড়ি’ থেকে ‘পিড’ নামে এক ধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

এর আগেও চাকী বাড়ির মদ খেয়ে একাধিকবার মৃত্যুর ঘটনা ঘটলেও আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী নেতার বলয়ে প্রলয় চাকী পার পেয়ে গেছে। তিনি গত বছর ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি। এ ব্যাপারে প্রলয় চাকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।