বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিআর-টিআর বাদ দেন,নির্বাচনে আসেন: মির্জা ফখরুল 

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৬, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের পিআর (আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা) দাবির সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর-টিআর বাদ দিয়ে আসেন। মানুষ যাকে ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা সরকার গঠন করবেন, পরে তাদেরকেই এসব সমস্যা সমাধানের কথা বলতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না। আমরা আমাদের কথা বলছি।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারটাকে বেশি ব্যস্ত করে তোলার মানে কি হয়? তিনি বলেন, কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয়। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব। জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠোর অবস্থান জানিয়ে বলেন, ভোটের ব্যাপারে কোনো আপস করা হবে না, জনগণ আপোস করবে না।

তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা দাবি বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু ও শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করারও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।