বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিএসলের আগে-পরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। তবে পিএসএলের সঙ্গে সময়ের সংঘর্ষের কারণে সিরিজটি দুই ভাগে অনুষ্ঠিত হবে।

গত রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের সময়সূচি ঘোষণা করেছেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে শেষ হবে। ফলে পাকিস্তানের সফরের সময় পরিবর্তন করা সম্ভব না। তবে ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে।

বিসিবি এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। সিরিজটি পিএসএলের আগে এবং পরে দুই ভাগে অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পিএসএলের কারণে সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। সিরিজ দুই ভাগে ভাগ করে খেলা হবে।’

এদিকে, ওয়ানডে সিরিজ আগে হবে নাকি টি-টোয়েন্টি, তা দুই দলের আলোচনার ওপর নির্ভর করবে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।