শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ফায়ারিং অনুশীলন দুর্ঘটনাবশত গুলি এসে লাগল পথচারীর বুকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের অনুশীলনের সময় দুর্ঘটনাবশত গুলিতে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ পথচারী বাবু হোসেনকে (৩২) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার আবদুল হামিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু হোসেন দুপুরে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তাঁর বুকের বাঁ পাশে এসে লাগলে তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, বুলেটটি ওই তরুণের বুকের বাঁ পাশে প্রায় এক ইঞ্চির মতো বিদ্ধ হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। গুলি কোথা থেকে এসে বিদ্ধ হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।