শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘প্রতিবন্ধীদের প্রতিভা-সাফল্য জাতীয় অগ্রগতির অংশ হিসেবে মূল্যায়ন জরুরি’

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুরসুধা সঙ্গীতায়ন আয়োজিত আলোচনা সভা

প্রতিবন্ধীদের প্রতিভা ও সাফল্য জাতীয় অগ্রগতির অংশ হিসেবে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি জানিয়ে সুরসুধা সঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন দোলন বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের দেশের সম্পদ। তাদের সৃজনশীলতা, প্রতিভা ও মানসিক দৃঢ়তা আমাদের সমাজকে সমৃদ্ধ করে তোলে। তাই তাদের প্রতিটি প্রতিভা ও সাফল্যকে জাতীয় অগ্রগতির অংশ হিসেবে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।

বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুরসুধা সঙ্গীতায়ন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক শক্তি, সাংস্কৃতিক প্রতিভা এবং সামাজিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিশেষ সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরসুধা সঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন দোলন। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, সমাজসেবক ও সংগীতশিল্পী ড. মাশরুরা শফিক স্বপ্না, বিশিষ্ট শিশুশল্য চিকিৎসক ড. বিজয় কৃষ্ণ দাস, মুক্তিযোদ্ধা নিজামুদ্দীন আহমেদ আলম এবং ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর রাহেনুমা খানম ও আফ্রোজা কবির।

অতিথিরা তাদের বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সম্মান, সামাজিক অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, সঠিক পরিচর্যা, উপযুক্ত সুযোগ ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরা জাতির অন্যতম শক্তিতে পরিণত হতে পারেন। এছাড়াও তারা সংগঠনটির পাশে থেকে সুরসুধা সঙ্গীতায়ন তথা দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের উন্নতি ও অগ্রগতির জন্য সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস ও প্রত্যাশা ব্যক্ত করেন।

সংগঠনের যাবতীয় প্রয়োজনীয় নথি ও ছবি সংরক্ষণ করার জন্য অন্তরা দাস সুরসুধা সঙ্গীতায়নকে একটি পোর্টেবল হার্ডডিস্ক প্রদান করেন।

সুরসুধা সঙ্গীতায়ন এক যুগেরও অধিক সময় ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাংস্কৃতিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মূলধারার সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।