শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান, কর্মচারী নিহত

ফরিদগঞ্জ (চাঁদপুর ) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময়ে দোকানের ভিতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সাহার বাজারের জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। পাশে থাকা আরও তিনটি দোকানও ভস্মীভূত হয়। এ সময় জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরের ভিতরে থাকা কর্মচারী সাব্বির হোসেন আগুনে পুড়ে মারা যান।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পাশ্ববর্তী হাজিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোর, ইমান হোসেনের ঔষধের দোকান, নজরুলের মাছের খাদ্যের দোকান ও জহিরের ওয়ার্কশপসহ ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সাব্বিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।