বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন: সাফল্য, অগ্রগতি ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন ব্যবস্থা সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার প্রত্যাশার মধ্যেই ২০২৪ সালের ২১ নভেম্বর দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব এ. এম. এম. নাসির উদ্দিন। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য প্রশাসনিক অভিজ্ঞতা, নীতি নির্ধারণে দক্ষতা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত এই প্রাজ্ঞ প্রশাসক দেশের নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

জন্ম ও শিক্ষাজীবন-

এ. এম. এম. নাসির উদ্দিন ১৯৫৩ সালের ১ জুলাই কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে তাঁর পরিচিতি ছিল সুদৃঢ়।

তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা বোর্ডে তৃতীয় স্থান এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একই বোর্ডে ১৮তম স্থান অর্জন করেন—উভয় ক্ষেত্রেই প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জনের বিরল কৃতিত্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে স্বর্ণপদক প্রদান করে।

কর্মজীবনের সূচনা ও সরকারি দায়িত্ব-

১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন এ. এম. এম. নাসির উদ্দিন। পরবর্তীতে ১৯৭৯ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (কর) ক্যাডারে যোগদান করেন।

দীর্ঘ ও বহুমাত্রিক সরকারি জীবনে তিনি তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

দক্ষ প্রশাসক ও উন্নয়ন ব্যবস্থাপক

জনাব নাসির উদ্দিন একজন সুপরিচিত দক্ষ প্রশাসক। উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নে তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। বিশেষ করে জ্বালানি খাত, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) প্রকল্প বাস্তবায়নে তাঁর দক্ষতা সর্বজনস্বীকৃত।

রাজস্ব নীতি, কর প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় তিনি সুগভীর জ্ঞানসম্পন্ন। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনা, কর্মী প্রশাসন ও সাংগঠনিক নেতৃত্বে রয়েছে তাঁর দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা। তিনি একজন অভিজ্ঞ প্রশিক্ষক ও দক্ষ ফ্যাসিলিটেটর হিসেবেও পরিচিত।

গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব

তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য—

সদস্য, পরিকল্পনা কমিশন

চেয়ারম্যান, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)

চেয়ারম্যান, কান্ট্রি কোঅর্ডিনেশন মেকানিজম (CCM), গ্লোবাল ফান্ড

সদস্য, বোর্ড অফ ট্রাস্টি, আইসিডিডিআরবি

চেয়ারম্যান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

চেয়ারম্যান, বাপেক্স, বিজিএফসিএল, আরপিজিসিএল ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, চেয়ারম্যান, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, চেয়ারম্যান, মবিল–যমুনা লুব্রিকেন্টস ও ফুয়েলস লিমিটেড, পরিচালক, কাফকো ও বাংলাদেশ বিমান কর্পোরেশন, চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) ও সেন্সর বোর্ড সদস্য, বোর্ড অফ গভর্নর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সচিব, বেসরকারিকরণ কমিশন অতিরিক্ত কর কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড, পরিচালনা পর্ষদ সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটি)।

দেশ-বিদেশে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা:-

জনাব নাসির উদ্দিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে উন্নত নেতৃত্ব, কর প্রশাসন, অবকাঠামো উন্নয়ন, প্রকল্প অর্থায়ন ও মধ্যস্থতা বিষয়ে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য—

Managing At The Top (MATT) – যুক্তরাজ্য

Project Finance – যুক্তরাষ্ট্র

Infrastructure Regulation and Reform – ভারত

Economic Development Experience of Singapore

Privatization Promotion – জাপান

তিনি বিপিটিএসির Advanced Course on Administration and Development প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেন।

গবেষণা ও প্রকাশনা

তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—

Public Private Partnership in Infrastructure Projects in Bangladesh

Privatization in Bangladesh: Issues and Challenges

Tax Policy in Developing Nations

Tax System and Tax Administration of Bangladesh

Weavers of Village Bagmara

পরিবার ও ব্যক্তিজীবন:-

জনাব এ. এম. এম. নাসির উদ্দিনের পিতা মরহুম মৌলভী তালেব উল্লাহ। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিণী শাহীন ফেরদৌসী একজন গৃহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।