বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের উদ্বোধনী ম্যাচ টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে টসে জিতে সিলেটকে শুরুতে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী।

দুই দলে আছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম দুই তারকা ক্রিকেটার, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। তাই দর্শকদের আগ্রহের পারদ তুঙ্গে। পাশাপাশি আসরের প্রথম ম্যাচের উত্তেজনা তো আছেই।

ম্যাচের আগে গতকাল (২৫ ডিসেম্বর) শান্ত বলেছিলেন, ‘আমার মনে হয় প্লেয়ার হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলব। এটা আসলেই আনন্দের।’

অন্যদিকে আরেক অধিনায়ক মিরাজ বলেছিলেন, ‘সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’

সিলেট একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।

রাজশাহী একাদশ: তানজিদ হাসান, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, সন্দীপ লামিচানে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।