বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত-ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে পরিদর্শন করবেন রাজউকের

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২২, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়াসহ ফাটল ধরার খবর পাওয়া যায়। ভবনসমূহের প্রকৃত অবস্থা যাচাই করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ভবনসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

অন্যান্য ভবনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ ভবনটি পরিদর্শন করা হয়। ভবনটি রাজউক আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল এবং দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। ভূমিকম্পে ভবনটির আরও ক্ষতি সাধন হওয়ায় রাজউক ভবনটি তাৎক্ষণিক সিলগালা করে বন্ধ করে দেয়। এছাড়াও গুলশানে একটি ১০তলা ভবনের কলামে ফাটল পরিলক্ষিত হওয়ায় কলামের উপর অবস্থিত সুইমিংপুলের পানি তাৎক্ষণিক অপসারণ করা হয়।

এছাড়াও রাজধানীর টিকাটুলি, ওয়ারী মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার তথ্যের ভিত্তিতে ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ১৫ দিনের মধ্যে ভবনসমূহের DEA করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনসমূহের অবস্থা পর্যালোচনার লক্ষ্যে সোমবার সকাল ১০টায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা আরমানিটোলায় রেলিঙ ভেঙে পড়া ভবন, বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজসহ অন্যান্য ভবনসমূহ পরিদর্শন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।