বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“মতপার্থক্য থাকলেও কোনোভাবেই মতবিভেদের দিকে যাওয়া যাবে না’

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও মতবিভেদের দিকে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, তা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তবে কোনোভাবেই মতবিভেদের দিকে যাওয়া যাবে না।’

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, ‘বিগত শাসনামলে আমার মায়ের সঙ্গে কী হয়েছে, সম্পাদকদের সঙ্গে কী হয়েছে তা আমরা সবাই জানি। কিন্তু আমাদের কোনোভাবেই ৫ আগস্টের পূর্বে ফিরে যাওয়া যাবে না। হিংসা প্রতিহিংসার পরিণতি কী হতে পারে তা আমরা ৫ আগস্টে দেখেছি।

তিনি বলেন, ‘দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো।

নতুন প্রজন্ম প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন,‘আমার মনে হয়েছে, নতুন প্রজন্ম গাইডেন্স চাইছে, আশা দেখতে চাইছে। রাজনীতিবিদনের কাছে সবার অনেক প্রত্যাশা। সবটা পূরণ করা সম্ভব নয়। তবে ১৯৭১, ১৯৯০, ২০২৪ সবগুলোকে সামনে রেখে যদি আমরা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে আমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবো। সবার উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমাদের জবাবদিহিতা চালু রাখতে হবে। তাতে হয়ত অনেক বেগ আসবে। তবে গণতন্ত্র নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে ঢাকার একজন সাংবাদিক বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপির এই শীর্ষ নেতা সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান,দৈনিক আমাদের সময়ের সম্পাদক মো. শাখাওয়াত হোসেন ও নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ প্রমুখ।

উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।