শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আন্তঃজেলা এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা 

মকবুল হোসেন
নভেম্বর ২৪, ২০২৫ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি কে আটক করেছে। আটককৃত নারী হলেন জান্নাতুল ফেরদৌস জান্নাত। গতকাল রোববার গভীর রাতে এ অভিযান চালানো হয়েছে।

ময়মনসিংহের জেলার নান্দাইল থানাধীন মুসল্লী কলেজ গেইটের সামনে রাস্তার উপর মাদকবিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস,জান্নাত(২৮), স্বামীঃ মোঃ আবু তাহের, পিতাঃ মোঃ আজিজুর রহমান, সাং- মধ্যম ধলিবিলা, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রামকে ৫,৯৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ