শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

মকবুল হোসেন
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ডিসেম্বর শনিবার বেলা ১১ঘটিকায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ আজিম উদ্দিন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি মোঃ মোতাহার হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান,ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া।সঞ্চালনা করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।