বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪,এর পৃথক অভিযানে পলাতক আসামীসহ গ্রেফতার ২ 

মকবুল হোসেন
নভেম্বর ৬, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব ১৪ এর পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলাল(৫২) ও শাহাদুল ইসলাম কালু(২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক চৌকস দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৬(৫)২৩, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) , জিআর নং-৩৭৬/২৩, প্রসেস নং-৩৮৪৩/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলাল (৫২), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে। পরবতীতে ০৫ নভেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২১:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সরকারী কলেজের সামনে অভিযান পরিচালনা করে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলাল (৫২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৯৭(১০)২২, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(ক), জিআর নং-৬১/২৫, প্রসেস নং-৩৮৩৬/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাদুল ইসলাম কালু (২৬), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে। পরবতীতে ০৫ নভেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২২:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাদুল ইসলাম কালু (২৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।