শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুয়াজ্জিন মাহাবুবের বেঁচে থাকার আকুতি জানিয়ে সাহায্যের আবেদন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সবার সহানুভূতি পেয়ে সুন্দর এই পৃথিবীতে আগের মতো স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন মসজিদের মুয়াজ্জিন মাহাবুব রহমান। তিনি বলেন, দয়া করে আমাকে বাঁচান। বিনা চিকিৎসায় বিদায় নিতে চাই না।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এমনিই এক আকুতি জানিয়েছেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মাহাবুব রহমান।

হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মাহাবুব রহমান বড় জামালপুর শাহী জামে মসজিদের মুয়াজ্জিন। এ পেশাতে ভালোই চলছিল তার সংসার জীবন। ইসলামের আদর্শে সুন্দর এ সুখের মধ্যে হঠাৎ নেমে আসে দু:খের কালো ছায়া। এরই মধ্যে আক্রান্ত হয়ে পড়েন দূরারোগ্য কিডনি রোগে। বর্তমানে তার জীবন সংকটাপন্ন।

ঢাকার সেকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসকের তথ্য অনুযায়ী তার দুটো কিডনিই প্রায় বিকল। তাকে মাসে কয়েকবার কিডনি ডায়ালিসিস করতে হয়। এতে মোটা অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে।

রোগাক্রান্ত মাহাবুব রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঋণ করে কিডনির এ ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমি এখন সর্বস্বান্ত। যতদিন বেঁচে থাকব, ততদিন ডায়ালিসিস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতি মাসে তার চিকিৎসা ও ওষুধ বাবদ লাখ টাকার প্রয়োজন হয়। আমার পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। সুচিকিৎসার জন্য আরও কয়েক লাখ টাকার প্রয়োজন।

তিনি আরও বলেন, চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সমাজের সব হৃদয়বান, দানশীল, বিত্তশালী ও সেবাধর্মী প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন করছি। সাহায্য পাঠানোর জন্য সোনলী ব্যাংক, সাদুল্লাপুর শাখার হিসাব নম্বর- ৫১১৪১০১০৩৪১৫৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।