যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ছবি-সংগৃহীত
রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর পৌনে ১২টা থেকে তারা এ অবরোধ শুরু করেন। এতে সড়কের একটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কুড়িল বিশ্বরোড থেকে রামপুরাগামী সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পর্যায়ক্রমে এই জট শহরের অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘ ভোগান্তিতে পড়েন নগরবাসী।
ব্যবসায়ীরা জানান, আগামী ১৬ ডিসেম্বর সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু করতে যাচ্ছে। এর আগেই মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কোনো সাড়া না পেয়ে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) আন্দোলনে নেমেছে। এর অংশ হিসেবে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর যমুনা ফিউচার পার্ক শাখার ব্যবসায়ীরা যমুনা ফিউচার পার্কসহ দেশের মোবাইল মার্কেটগুলো ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা করেন।
সংগঠনটির নেতারা জানান, এনইআইআর বাস্তবায়নের ক্ষেত্রে অসংগতির কারণে বৈধভাবে আমদানি করা ফোন বাজারে বিক্রির ক্ষেত্রে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এতে শত শত দোকানদার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এনইআইআর বিষয়ক জটিলতা দূর করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার জন্য তারা দীর্ঘদিন ধরে সরকারের প্রতি অনুরোধ জানালেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাধ্য হয়ে তারা দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।
